July 36
A Symbol For The Uprisings Against Fascism in Bangladesh

বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্যে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের একটি উন্মুক্ত, বিকেন্দ্রিয় ও আবণ্টিত তালিকা

  • এই আর্কাইভে স্বচ্ছতা ও ব্যক্তি স্বাধীনতা দুটোকেই প্রাধান্য দেওয়া হয়েছেঃ ক) সাইন আপ/ইন করে তথ্য যোগ করলে তার মূল্যায়ন হবার সম্ভাবনা বেশী, খ) মূল্যায়নের সম্ভাবনা কম হলেও পরিচয় গোপন রেখে এখানে তথ্য যোগ করা সম্ভব।
  • প্রতিটি তথ্য ওয়েবে চিরস্থায়ীভাবে সংরক্ষিত রাখাই আমাদের উদ্দেশ্য। যে কোন যান্ত্রিক, প্রযুক্তিগত, বা রাজনৈতিক কারণে এই সাইটটি বন্ধ হয়ে গেলেও মুল তথ্য সর্বদা ওয়েবে বিরাজ করবে।
  • প্রতিটি তথ্যের বিপরীতে একটি চিরস্থায়ী লিঙ্ক দেওয়া হবে, যেটি ব্যবহার করে মুল তথ্য এ ওয়েব সাইট ছাড়াও সরাসরি পাওয়া যাবে।
  • ভবিষ্যতে সকল তথ্য কোন নিবন্ধিত সংস্থা বা ব্যাক্তি দ্বারা যাচাই হতে পারে
  • তথ্য রক্ষণ হবে বিকেন্দ্রিয় ফাইল সিস্টেমের মাধ্যমে যেন কোনও একক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব না হয়। যেন
    • কোনও সময়ে কোনও সরকার বা সংস্থা এর নিয়ন্ত্রণ নিতে না পারে
    • কখনই এটি পরিবর্তন করা সম্ভব না হয় যেন পরবর্তীতে যে সরকারই আসুক না কেন, শক্তি প্রয়োগের মাধ্যমে তথ্যে কোনও বিকৃতি করা সম্ভব না হয়
    • ভুল সংশোধন করা সম্ভব হবে তবে সেক্ষেত্রে তথ্যের ইতিহাস রয়ে যাবে যেন প্রয়োজনে তা সহজেই সনাক্ত করা যায়
    • ভুয়া তথ্য সনাক্ত করার জন্য বহুমাত্রিক ব্যবস্থা থাকবে ভবিষ্যতে
    • যেকোনো সময় অতিরিক্ত তথ্য সংযজন করা গেলেও বিয়োজন করা যাবে না।
  • তথ্য দেখতে চাইলে নির্দিষ্ট আর্কাইভ বেছে নিন ও তারপর তালিকাভুক্ত তথ্যে ক্লিক করে বিস্তারিত দেখুন
  • তথ্য যুক্ত করতে চাইলে প্রথমে সাইন আপ/ইন করতে করুন। এরপর ইমেইলে প্রেরিত একটিভেশন লিঙ্কে ক্লিক করে আপনার একাউন্টটি সচল করুন। তারপর নির্দিষ্ট আর্কাইভ বেছে নিয়ে তথ্য যুক্ত করুন।
  • এ মুহূর্তে শুধুমাত্র উম্মুক্ত আর্কাইভে টেক্সট তথ্য ও ছবি যুক্ত করা যাবে। অতিরিক্ত তথ্য হিসেবে একাধিক ছবি ও markdown ফাইল যোগ করা যাবে।
  • এটি একটি উম্মুক্ত তালিকা। যে কেউ এটিতে তথ্য প্রদান করতে পারবে। যে কেউ যে কোনও সময় যে কোনও তথ্য পাওয়ার অধিকার রাখবে।
  • এর কোনও তথ্য পরিবর্তন হলে পরিবর্তনের ইতিহাস জানার অধিকার রাখবে।
  • কোনও তথ্য সম্পূর্ণরূপে মুছে ফেলা সম্ভব হবে না। প্রদর্শিত চিরস্থায়ী লিঙ্কের মাধ্যমে যে কোন সময় মুল তথ্য সংগ্রহ করা যাবে।
  • ভুয়া তথ্য সনাক্ত করা যাবে তথ্য বিশ্লেষনের মাধ্যমে বা তথ্য যাচাইকারির মাধ্যমে।
  • যে কোন কারণে যোগাযোগ করতে চাইলে mahmudulfaisal@gmail.com -এ ইমেইল করুন